উত্তর প্রদেশে মুখে দাড়ি থাকায় এক মুসলিমকে মারধর করলো উগ্রবাদী হিন্দুরা

0
70

ভারতে মোহাম্মাদ রশিদ নামের এক মুসলিমকে মারধর করেছে উগ্রবাদী হিন্দুরা। গত ২৬ অক্টোবর, শনিবার উত্তর প্রদেশের আলিগড়ে এই ঘটনা ঘটে।

অসুস্থ পিতাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় অন্য একটি বাইকের সাথে হালকা সংঘর্ষ হয়। এরপর তার মুসলিম পরিচয়ের কারণে উগ্রবাদী হিন্দুরা তাকে মারধর করে।

ভুক্তভোগী মোহাম্মাদ রশিদ গণমাধ্যমকে জানান, ‘আমার অসুস্থ বাবাকে দেখতে বাইকে করে হাসপাতাল যাচ্ছিলাম। পথিমধ্যে একটি বাইকের সাথে সামান্য সংঘর্ষ হয়। বাইক ওয়ালা দুই তরুণকে বুঝিয়ে বললে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। কিন্তু স্থানীয় এক হিন্দু আমাকে আটকায় এবং মারধর করার জন্য সহযোগীদের ডাকে।’

তিনি আরও জানান, ‘ওই হিন্দু সহ আগত বাকীরা আমাকে নির্দয়-ভাবে মারধর করে। তারা বলে, এর দাড়ি আছে এই বদমাশকে মেরে ফেলো। তারা নির্দয়-ভাবে লাথি ও ঘুষি দিতে থাকে। আমার কাছে একটি মোবাইল ফোন ও পিতার চিকিৎসার জন্য ২০,০০০ রুপি ছিল। সেগুলোও কেড়ে নিয়েছে তারা।’

ভুক্তভোগী রশিদ গণমাধ্যমকে আরে জানিয়েছেন, ১০ থেকে ২০ জন হিন্দু তাকে মারধর করে।

ভুক্তভোগী মোহাম্মাদ রশীদকে বাঁচাতে কেউই এগিয়ে আসেনি। পরে, তিনি কোনোক্রমে নিজের বাইক নিয়ে পালিয়ে দিল্লি গেট পুলিশ স্টেশনে যান।

এই ঘটনার জন্য বিজেপির রাজনীতিকে দায়ী করেছে স্থানীয় মুসলিম নেতারা। স্থানীয় মুসলিমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে বিচারের দাবী করেছেন।

এই ধরণের ঘটনা ভারতে নতুন নয়। ক্ষমতাসীন বিজেপির ছত্রছায়ায় ভারতের মুসলিমদের উপর প্রতিনিয়ত হামলা করা হচ্ছে এর আগে, গত জুন মাসে ফরিদ আওরঙ্গাজেব নামক ৩৫ বছর বয়সী এক মুসলিমকে চুরির অভিযোগ তুলে কুপিয়ে হত্যা করে উগ্রবাদী হিন্দুরা। ওই ঘটনায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিজেপির এমএলএ বিক্ষোভ করেছিল।


তথ্যসূত্রঃ
1.‘Kill the Bearded Man’: Mob Brutally Assaults Muslim Man in UP’s Aligarh
-https://tinyurl.com/rpf646bc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে সন্ত্রাসী ইসরায়েলের আরও চার সেনা নিহত, আহত ১৪
পরবর্তী নিবন্ধময়মনসিংহে বিদেশি পিস্তলসহ আ’লীগের দুই নেতা গ্রেফতার