গাজায় সন্ত্রাসী ইসরায়েলের আরও চার সেনা খতম

0
98

উত্তর গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে আরো চার দখলদার ইসরায়েলি সৈন্য খতম হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে এক অফিসার। ২৯ অক্টোবর, মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ক্যাপ্টেন এবং বাকিরা স্টাফ সার্জেন্ট।

ইসরায়েলি হানাদার বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সৈন্যদের পরিবারকে অবহিত করা হয়েছে।

নিহত সৈন্যদের নাম হল ক্যাপ্টেন ইহোনাটান জনি কেরেন(২২), স্টাফ সার্জেন্ট নিসিম মেয়তাল (২১), স্টাফ সার্জেন্ট আভিভ গিলবোয়া(২০), স্টাফ সার্জেন্ট নাওর হাইমভ(২২)।

নিহতরা সকলেই অভিজাত মাল্টিডোমেন ইউনিটের সদস্য ছিল।

ইসরায়েলি নেতা ইয়ার ল্যাপিড এর দেয়া পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর, ২০২৩-এর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮৯০ সৈন্য নিহত এবং প্রায় ১১,০০০ জন আহত হয়েছে। সে আরো জানিয়েছে লেবাননে ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের ফলে সামরিক হতাহতের সংখ্যা দ্রূত বাড়তে থাকবে।


তথ্যসূত্র:
1. 4 more Israeli soldiers killed in northern Gaza, army says
– https://tinyurl.com/3vsu2zyp
2.Four soldiers killed, officer seriously wounded in northern Gaza fighting
– https://tinyurl.com/y6e2kzxs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে তিন যুবককে শহীদ করলো ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধপ্রতিবাদ সত্ত্বেও বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খোলার অনুমতি দিয়েছে সরকার