ভারতের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী নামাজ আদায় করায় উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ

0
110

ক্ষমতাসীন বিজেপির প্রচার করা মুসলিম বিরোধী প্রোপাগান্ডার ফলে সাধারণ হিন্দুদের মাঝে ইসলাম বিদ্বেষ চরম মাত্রায় পৌঁছেছে। গরু রক্ষার নাম করে প্রকাশ্যে মুসলিমদের হত্যা করাকে স্বাভাবিক করা হয়েছে। যার ফলে বিনাবিচারে হত্যা করা হচ্ছে নিরপরাধ মানুষদের। এমনকি ইসলাম বিদ্বেষের এই বিষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি জায়গায় ছাড়িয়ে পড়েছে।

গত ২৯ অক্টোবর, শনিবার বিশ্ববিদ্যালয়ের এক কোণায় নামাজ আদায় করছিলেন এক মুসলিম নারী। নামাজ পড়ার কারণে বিশ্ববিদ্যালয়ের উগ্রবাদী হিন্দু ছাত্ররা তীব্র বিরোধিতা করে। নামাজ আদায়ের প্রতিবাদে তারা উগ্র হিন্দুত্ববাদীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়।

ঘটনাটি ভারতের উত্তর খণ্ডের রূরকি জেলায় অবস্থিত কোয়ান্টাম বিশ্ববিদ্যালয়ে ঘটে।

এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এক কোণায় নামাজ আদায় করছেন এক মুসলিম নারী।

নামাজ আদায়কারী ওই মুসলিম নারীর নাম পরিচয় জানা যায়নি।

ভিডিওঃ

এই ঘটনার প্রতিবাদে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে বিক্ষোভ করে উগ্রবাদী হিন্দুরা। মুসলিম নারীর নামাজের বিরোধিতা করে ‍তাদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে ভিডিওতে দেখা গেছে। স্লোগান দিয়ে মুসলিম শিক্ষার্থীকে হেনস্তা করা চেষ্টা করেছে তারা।

ওই সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একাধিক ব্যক্তিকে উপস্থিত থাকতে দেখা গেছে। কিন্তু তার কোনও বাঁধা দেওয়ার চেষ্টা করেনি।

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এই বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে দুর্গাপূজার আয়োজন করেছিল হিন্দুরা। কিন্তু তাদের এই দুর্গা পূজা নিয়ে কোনও মুসলিম প্রশ্ন তোলেনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছোট একটি কোণায় একাকী নামাজ পড়ার কারণে এই প্রতিবাদ উগ্রবাদী হিন্দুদের মুসলিম বিরোধী প্রোপাগান্ডার ফসল।

এর আগেও ভারতের একাধিক বিশ্ব বিদ্যালয়ে হেনস্তার শিকার হয়েছেন মুসলিম শিক্ষার্থীরা। গত ২২ অক্টোবর দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মুসলিম নারী শিক্ষার্থীদের হেনস্তা করে বাজে মন্তব্য করেছিল উগ্রবাদী হিন্দুরা। মুসলিম শিক্ষার্থীরা ওই ঘটনার বিরোধিতা করলে তাদের মারধর করে বহিরাগত হিন্দুরা।

আরও পড়ুনঃ
মুসলিম নারীদের লক্ষ্য করে স্লোগান দিলো উগ্রবাদী হিন্দুরা

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে তারা এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও উত্তর প্রদান করেনি।


তথ্যসূত্রঃ
1.Strong protest in Roorkee after woman offers namaz on university campus
-https://tinyurl.com/4ht65juz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলকে বয়কটের ডাক বিশ্বের হাজারো লেখক-প্রকাশকের
পরবর্তী নিবন্ধপাঠ্যপুস্তক থেকে বাদ পড়ছে জাফর ইকবালের সকল লেখা