পাঠ্যপুস্তক থেকে বাদ পড়ছে জাফর ইকবালের সকল লেখা

0
100

দেশের স্কুল-কলেজের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই থেকে অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের গল্প-প্রবন্ধ পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মঙ্গলবার (২৯ অক্টোবর) এনসিটিবির সম্পাদনা শাখা সূত্রে এ তথ্য জানায় দেশের একটি গণমাধ্যম।

গণমাধ্যমসূত্রে জানা গেছে, পাঠ্যবইয়ের অতিরঞ্জিত ইতিহাস বাদ দিয়ে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে যার যেটুকু অবদান তা সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যান্য পরিমার্জনের পাশাপাশি একাদশ শ্রেণির বাংলা বইয়ে মুহাম্মদ জাফর ইকবালের লেখা ‘মহাজাগতিক কিউরেটর’ বাদ দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন শ্রেণির বিজ্ঞান বিষয়ের সব বই থেকে তার লেখা বাদ পড়ছে।

আওয়ামী লীগের শাসনামলে পাঠ্যবই রচনা ও সম্পাদনায় যুক্ত ছিল মুহাম্মদ জাফর ইকবাল। বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে তার একাধিক গল্প-প্রবন্ধ ছিল। অনেক বইয়ের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিল সে।
২০১২ সালের প্রণীত কারিকুলামের বইগুলোর সর্বশেষ সংস্করণ পরিমার্জন করা হচ্ছে, বলে গণমাধ্যমকে জনিয়েছে এনসিটিবির এক কর্মকর্তা।


তথ্যসূত্রঃ
১. জাফর ইকবালের লেখা বাদ পড়ছে পাঠ্যবই থেকে
– https://tinyurl.com/3hcyapw5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী নামাজ আদায় করায় উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে চলছে সন্ত্রাসবাদী ইউপিডিএফের সড়ক অবরোধ