ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সন্ত্রাসী ইসরায়েলি সৈন্যদের লক্ষ করে একটি আক্রমন চালিয়েছে এতে বেশকিছু সংখ্যক দখলদার সেনা নিহত এবং আহত হয়েছে। ৫ নভেম্বর, মনঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
একটি বিবৃতিতে, আল-কাসসাম বলেছে যে তাদের যোদ্ধারা “০৪ নভেম্বর, সোমবার সকালে আরপিজি এবং ট্যানডেম-চার্জ ওয়ারহেড সহ জাবালিয়া ক্যাম্পে হাসপাতালের কাছে একটি বাড়িতে লুকিয়ে থাকা এক দল ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর একটি সফল আক্রমণ চালিয়েছে।”
ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম এই শরণার্থী শিবিরে গত মাসে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সেনারা সেখানকার বিশাল জনসংখ্যাকে গাজার অন্যান্য এলাকায় যেতে বাধ্য করছে।
একটি পৃথক বিবৃতিতে, আল-কাসসাম বলেছে যে তাদের যোদ্ধারা গাজা শহরের পূর্ব আল-শেজাইয়া এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে মর্টার রাউন্ড দিয়ে আক্রমন করেছে।
সন্ত্রাসী ইসরায়েলি নেতা ইয়ার ল্যাপিড এর দেয়া পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর, ২০২৩-এর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮৯০ দখলদার সৈন্য নিহত এবং প্রায় ১১,০০০ জন আহত হয়েছে। সে আরো জানিয়েছে গাজায় সরায়েলের মারাত্মক আগ্রাসনের ফলে সামরিক হতাহতের সংখ্যা দ্রূত বাড়তে থাকবে।
তথ্যসূত্র:
1. Al-Qassam Brigades say they targeted Israeli forces in Jabalia camp in northern Gaza
– https://tinyurl.com/37rs4xue