যুদ্ধে ডাক পড়ায় ইসরায়েলি মেজরের আত্মহত্যা

0
186

ইসরায়েলি দখলদার বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার ঘটনা সম্প্রতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কেউ যুদ্ধের মাঠে থেকে ফিরে, কেউ যুদ্ধে ডাক পড়ার পরে আত্মহত্যা করছে। এরই মধ্যে খবর এলো, ৪ নভেম্বর, সোমবার মেজর পদমর্যাদার আরও একজন রিজার্ভ অফিসার আত্মহত্যা করেছে।

৫ নভেম্বর, মঙ্গলবার ইসরায়েল ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে, আর্মি এয়ার ফোর্সের মেজর পদমর্যাদার রিজার্ভ অফিসার আসফ দাগান আত্মহত্যা করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে পাঠানো একটি জরুরি বার্তা অনুসারে, বিমান বাহিনীর রিজার্ভ অফিসার মেজর আসফ দাগানকে চাকরির জন্য ডাকা হয়েছিল। সে যখন আত্মহত্যা করে, তখন সামরিক ঘাঁটির দিকেই যাচ্ছিল। স্থানীয় অ্যাটলিটের কাছে একটি জঙ্গলে নিজের ব্যক্তিগত রাইফেলের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। তার ব্যাকপ্যাকে যুদ্ধের সরঞ্জাম ও পোশাক, একটি মোবাইল ফোন, চার্জার, হেডফোন, চাবি এবং একটি শেভিং কিটও ছিল।

৩৮ বছর বয়সী দাগানকে প্রায় তিন বছর আগে নিয়মিত চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন থেকে সে রিজার্ভে দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছিল। সে প্যারাট্রুপারদের সাথে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিল এবং মেজর পদমর্যাদার অফিসার হয়েছিল। ২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে যুদ্ধে দায়িত্ব পালন করেছিল।

দাগানের মা জানায়, চার বছর আগে থেকে তার ছেলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছিল।

মূলত বেদনাদায়ক কোনো ঘটনার সম্মুখীন হওয়ার ফলে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে এই অবস্থা হয়ে থাকে।

আসফ দাগান আত্মহত্যার আগে মায়ের জন্য একটি চিঠিও লিখে গেছে। চিঠিতে সে লিখেছিলে, ‘আপনি জেনে স্বস্তি পেতে পারেন যে, আমি বিশ্রাম পেয়েছি এবং আপনাকে আর আমার জন্য চিন্তা করতে হবে না।’

সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে দেশটির সেনাবাহিনীর বিভিন্ন পদের সদস্যদের আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইহুদিবাদী কর্তৃপক্ষ এসব আত্মহত্যার ঘটনা মোকাবেলায় একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।


তথ্যসূত্র:
1. Israel Air Force reservist commits suicide after being called up for service
– https://tinyurl.com/2zdnfjx9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর উপর আল-কাসসাম ব্রিগেডের আক্রমণ
পরবর্তী নিবন্ধনিরপরাধদের মামলায় না জড়ানোয় সমন্বয়ককে হত্যার চেষ্টা বিএনপি নেতার