ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের ১১২ জন সদস্য সফলভাবে তাদের সেনা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। এই প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ছিল ৩ মাস। এর বিষয়াদি ছিল আর্টিলারি, স্যাটেলাইট যোগাযোগ ও রেডিও কার্যক্রম।
প্রশিক্ষণ সম্পন্নকারী সেনাদেরকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ যৌথ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মৌলভী নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ।
সেনা সদস্যদের অর্জিত জ্ঞান ও দক্ষতা আপন দায়িত্ব পালনে প্রয়োগের প্রতি তিনি উৎসাহিত করেন। পাশাপাশি সততা ও দ্বীনদারিতার সাথে পেশাদারিত্ব বজায় রাখাতে নসিহত করেন।
অপরদিকে ইসলামী ব্যবস্থার খেদমতে নিজেদের প্রস্তুতি ব্যক্ত করেছেন এই সেনা সদস্যগণ। অতঃপর সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তথ্যসূত্র:
1. Ministry of Defense Graduates 112 in Specialized Artillery and Communications Training
– https://tinyurl.com/pujubytx
Alhamdulillah, very good news.