ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অনেক ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছেন। ০৫ নভেম্বর, মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় তিনটি গণহত্যা চালিয়েছে দখলদাররা এতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে । এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩৯০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ওয়াফা ।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১০৩ জন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৯১ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এই আগ্রাসনে আরও অন্তত এক লাখ ২ হাজার ৩৪৭ জন ব্যক্তি আহত হয়েছেন।
এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে হত্যা ও আহত করেছে, তবে শুধু মাত্র ১৭ জন শহীদ এবং ৮৬ জন আহত নাগরিককে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।দখলদার বাহিনীর নির্মম অবরোধের জন্যে বাকি মরদেহগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
তথ্যসূত্র:
1. Death toll in Gaza surges to 43.391 since October 7, 2023
– https://tinyurl.com/5ch48wk6
2.Gaza: Death toll surges to 43,391 martyrs
– https://tinyurl.com/dttekdj9