৪টি রাশিয়ান যুদ্ধ ট্যাংক সফলভাবে মেরামত সম্পন্ন করল তালেবান সেনাবাহিনী

0
189

ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর ৮টি সামরিক শাখার মধ্যে অন্যতম একটি শাখা হল ২১৫ তম আজম কর্পস। হেলমন্দ প্রদেশে এটির সদর দপ্তর অবস্থিত।

সম্প্রতি ৪টি রাশিয়ান যুদ্ধ ট্যাংক সফলভাবে মেরামত সম্পন্ন করেছেন উক্ত সামরিক শাখার কারিগরি কর্মীগণ। ট্যাংকগুলো ব্যবহারের জন্য এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে। এগুলো হল দুইটি ‘টি-৫৫’ এবং দুইটি ‘টি-৬২’ মডেলের সামরিক ট্যাংক।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টের একটি বিবৃতিতে তথ্যগুলো জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ এই সফলতা অর্জিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yhcjbzae

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়াবা কেনার সময় গ্ৰেফতার  যুবদল নেতা
পরবর্তী নিবন্ধঘোষিত নিরাপদ অঞ্চলেও হামলা করছে ইসরায়েল, গাজায় নিহত ৪০