গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় নিরীহ মানুষকে হত্যা করতে গিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ৪ সন্ত্রাসী সেনা নিহত হয়েছে। ১১ নভেম্বর, সোমবার উত্তর গাজা উপত্যকায় তারা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি জায়োনিস্ট বাহিনী ।
নিহতরা হল স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), স্টাফ সার্জেন্ট নাভে ইয়ায়ার আসুলিন (২১), স্টাফ সার্জেন্ট গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং স্টাফ সার্জেন্ট ওফির ইলিয়াহু (২০)। এরা সবাই কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নে কাজ করছিল।
তাদের মৃত্যু গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল হামলা ও সীমান্তে অভিযানে ইসরায়েলি নিহতের সংখ্যা ৩৭৫ জনে দাঁড়িয়েছে।
এর আগে রবিবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী জাবালিয়া এলাকায় একটি ভবনে হামলা চালিয়ে অন্তত ৩৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিভাগ শিশু ও প্রতিবন্ধী।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অভিযান চালানোর সময় এক বিস্ফোরণ ঘটে। হামাস সদস্যরা কীভাবে বিস্ফোরণটি ঘটিয়েছেন, এখন পর্যন্ত তারা তা জানতে পারেনি।
চলতি বছরের অক্টোবর মাসের শুরুতে ইসরায়েলি সেনারা জাবালিয়ায় স্থল অভিযান শুরু করে। এসময় তারা সাজোয়াঁ যানের পাশাপাশি ট্যাংকও ব্যবহার করে।
ইসরায়েলি সেনাবাহিনী জাবালিয়ায় সামরিক অভিযান শুরুর পর অন্তত ৫৫ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের হামলা শুরুর আগে সেখানে অন্তত ৬০ হাজার ফিলিস্তিনি বসবাস করতেন।
তথ্যসূত্র:
1. Four IDF soldiers killed in fighting in northern Gaza
– https://tinyurl.com/3wc5fzs5
2.LIVE BLOG: Four Soldiers Killed | Israel Storms Shelters in Gaza – Day 403
– https://tinyurl.com/4ffdd6ny