মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ

0
57

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার (১১ নভেম্বর) রাতে শহরের নতুন বাজার ছানার বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, ছাত্রদল কর্মী সোহান, অন্তর ও হৃদয় । তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, সোমবার রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু সন্ত্রাসী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদল নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন। এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়।


তথ্যসূত্র:
১. ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম ছাত্রলীগের
– https://tinyurl.com/ys37bd87

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দুই দিনে ইসরায়েলের ২০ সেনা নিহত
পরবর্তী নিবন্ধরাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত