বর্বর ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৪

0
31

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। ইসরায়েলি আগ্রাসনে সেখানে ১২ নভেম্বর, মঙ্গলবার আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ৪৩ হাজার ৬৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩ হাজার ৭৬ ফিলিস্তিনি।

গাজা নগরীর উত্তরাঞ্চলে সপ্তাহ চার আগে অভিযান শুরু করেছিল ইসরায়েলি বাহিনী। এরপর থেকে সেখানে ১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল–বুরশ বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বেইত লাহিয়া এলাকায় আশ্রয় নেওয়া বেসামরিক মানুষের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। এর ফলে ওই এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়ার পাশাপাশি ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে।

মুনির আল–বুরশ আরও বলেন, অপরাধ বন্ধ করার ক্ষেত্রে যথাযথ তদারকি কিংবা জবাবদিহি না থাকায় ইসরায়েল দখলদারি, হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

মুনির আল–বুরশ অভিযোগ করেন, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে ক্রমাগত বাধা দিচ্ছে। সেই সঙ্গে অধিকৃত উত্তরাঞ্চলের কামাল আদওয়ান, আল–আওদা ও ইন্দোনেশিয়ান হাসপাতালে অবরোধ আরোপ করে রেখেছে।


তথ্যসূত্র:
1. LIVE: UN warns of ‘gravest’ crimes in Gaza as Israeli attacks kill 64
– https://tinyurl.com/y3wavbwm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে : হাসনাত
পরবর্তী নিবন্ধলেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি বর্বর হামলা, নিহত অন্তত ২৩