লেবাননে দুটি বাড়িতে দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় ১২ নভেম্বর, মঙ্গলবার কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির পার্বত্য অঞ্চলের একটি গ্রামের পৃথক দুটি বাড়িতে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মধ্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এই দুটি বাড়িতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। এর মধ্যে জউন গ্রামে ১৫ জন নিহত হয়েছেন। সেখানে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এছাড়া বালচমায়ে গ্রামের কাছে আরেকটি বাড়িতে হামলায় আরও আটজন নিহত হয়েছেন। মাউন্ট লেবানন অঞ্চলে অবস্থিত এই দুটি গ্রাম মূলত এমন এলাকায় রয়েছে যেখানে হিজবুল্লাহর উপস্থিতি নেই।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ১২ নভেম্বর, মঙ্গলবার সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে মোট ৪৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ হাজারেরও বেশি মানুষ।
তথ্যসূত্র:
1. Israeli strikes in Mount Lebanon villages kill 23, ministry says
– https://tinyurl.com/24atn4va