প্রি-বুক না করলে মুসলিমদের হালাল খাবার দেবে না ‘এয়ার ইন্ডিয়া’

0
153

টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিমদের হালাল খাবার প্রস্তুত থাকবে না। কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল খাবারের জন্য অর্ডার করতে হবে।

গত ১০ নভেম্বর(রবিবার) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, খাবারগুলোর সাথে দেয়া হবে হালাল সার্টিফিকেট। এর আগে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘হিন্দু মিল’ ও ‘মুসলিম মিল’ নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত।

এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। মুসলিম যাত্রীরা হালাল খাবার চাইলে তাদেরকে আগে থেকেই হালাল খাবার বুকিং দিতে হবে। এই খাবারে এমওএমএল নামে বিশেষ স্টিকার থাকবে।


তথ্যসূত্রঃ

১.‘প্রি-বুক’ না করলে এয়ার ইন্ডিয়ায় পাওয়া যাবে না হালাল খাবার
– https://tinyurl.com/yaknzrf9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে আফগানিস্তানের নতুন কনসাল জেনারেল নিয়োগ
পরবর্তী নিবন্ধহিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র