হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র

0
83

অবৈধ রাষ্ট্র ইসরায়েলের উত্তর অঞ্চলে লেবাননের হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত থাকায় হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েল ক্ষয়ক্ষতির কথা না জানালেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধান বন্দরনগরী হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ।

১২ নভেম্বর, মঙ্গলবার হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ বলেছে, হাইফায় স্বাভাবিক জন জীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে।

পার্সটুডের মতে, ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছে, হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহর ড্রোনগুলো তাদের ট্রাম্প কার্ড।

‘আলমাই’ গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি চারগুণ বেড়েছে এবং একই সময়ে লেবাননের হিজবুল্লাহর আক্রমণ আরো গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

হিজবুল্লাহর ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া এবং একইসঙ্গে মিডিয়াগুলো বলছে যে উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদীরা যারা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোন ইচ্ছা নেই।

ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমোসি ঘোষণা করেছিল যে দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরায়েলিদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠছে যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।


তথ্যসূত্র:
1.
Haifa mayor: Hezbollah missiles have paralyzed the city and its economy
– https://tinyurl.com/56ahd34u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রি-বুক না করলে মুসলিমদের হালাল খাবার দেবে না ‘এয়ার ইন্ডিয়া’
পরবর্তী নিবন্ধলেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে ৬ ইসরায়েলি সৈন্য নিহত