এবার লেবাননে স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ১৩ নভেম্বর, বুধবার দক্ষিণ লেবাননে তাদের মৃত্যু হয় বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।
জানা গেছে, ইসরায়েলি সেনারা একটি ভবনে আঘাত হানে। অভিযানের সময় দখলদার বাহিনী ভেবেছিল ভবনটি খালি রয়েছে। তবে সেখানে প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি হয় ইসরায়েলি সেনারা। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়। নিহত সৈন্যদের সবাই গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিল।
আইডিএফ বলছে, সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরো সম্প্রসারিত করেছে। সীমান্তঘেঁষা এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননের আরো অভ্যন্তরের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
তারা আরো জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে। এটি সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া যুদ্ধে এক দিনের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর ওপর আক্রমণ বৃদ্ধির পর থেকে তাদের যোদ্ধারা অন্তত ১০০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। পাশাপাশি আরও এক হাজার ইসরায়েলি সৈন্যকে আহত করারও দাবি করেছে লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীটি।
তথ্যসূত্র:
1.Six Israeli troops killed in nation’s deadliest day in Lebanon
– https://tinyurl.com/3ywkcmyh