৫০০ মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা ও শিক্ষা প্রদান শেষে বাড়ি পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
76

আফগানিস্তানের একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে ৫০০ জন মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়েছে প্রশাসন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই ৫০০ জন মাদকাসক্ত ব্যক্তিকে রাজধানী কাবুল ও দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আনা হয়েছিল।

গত ১২ নভেম্বর আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই এখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠেছেন। তাদের সুস্থ হয়ে উঠতে স্বাস্থ্য কেন্দ্র প্রয়োজনীয় বিশ্রাম, চিকিৎসা সেবা, পেশাদার প্রশিক্ষণ এবং সমাজে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় শিক্ষামূলক কার্যক্রম হাতে নিয়েছিল।

চিকিৎসা শেষে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কমিটি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। ইমারতে ইসলামিয়া সরকারের উদ্দেশ্য হল এর মাধ্যমে মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের সমাজে পুনর্বাসিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে এনে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে সাহায্য করা।


তথ্যসূত্র:
1. 500 Recovering Addicts Discharged from Aghosh Treatment Center
– https://tinyurl.com/3m2cvakw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে হত্যাকারীর ওপর কিসাসের বিধান কার্যকর
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে ৮ ক্রুসেডার সহ অন্তত ৪৫ শত্রু সেনা হতাহত