কর কমিশনার রঞ্জিতের শত কোটি টাকার সম্পদ

0
31

শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক কর কমিশনার ও ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে। সরকারের সাবেক এই কর্মকর্তার দুর্নীতি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কয়েকটি সংস্থা তার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

দুদক সূত্রে জানা যায়, রঞ্জিত কুমার তালুকদার তার আয়বহির্ভূত সম্পদের উৎস গোপন করতে বেশির ভাগ সম্পদ গড়েছে আত্মীয়স্বজনের নামে। অভিযোগ রয়েছে, স্ত্রী ঝুমুর মজুমদার, শাশুড়ি কল্যাণী মজুমদার, শালি কাকলী মজুমদার এবং শালা অমিত মজুমদারের নামে অবৈধ সম্পদ অর্জন করে রঞ্জিত।

দুদকের তদন্তসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, রঞ্জিতের স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধেও নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে তাদের কাছে। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের তিনটি শাখায় অন্তত সোয়া তিন কোটি টাকার এফডিআর স্থিতি আছে তার নামে। এর মধ্যে সাভার ব্রাঞ্চের ১১টি হিসাবে ১ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ২৯৪ টাকা, একই ব্যাংকের রাজধানীর রাজউক অ্যাভিনিউর প্রিন্সিপাল শাখার ৯টি হিসাবে ১ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ২৬১ টাকা ও ফার্মগেটে গ্রিন রোড শাখার দুটি হিসাবে আছে ১১ লাখ ৯৫ হাজার ৩৯৫ টাকা।

রঞ্জিতের শাশুড়ির নামে ১ কোটি ৫০ লাখ টাকার এফডিআর আছে এমন তথ্য উঠে এসেছে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে। বিপুল এই অর্থের বিপরীতে তার নিজস্ব কোনো আয়ের উৎস নেই। এ ছাড়া তার নামে সাভারের ধামরাইয়ে প্রায় কোটি টাকা মূল্যের বাড়ি থাকার তথ্যও রয়েছে।

রঞ্জিত ও ঝুমুর মজুমদারের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট থাকার সত্যতা পেয়েছে দুদক। তবে এই সম্পত্তির বিষয়ে এখনই বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি সংশ্লিষ্টরা।

জানা গেছে, রঞ্জিত ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক। একইভাবে এই দম্পতির সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করতেও চিঠি দিয়েছে বিএফআইইউ।


তথ্যসূত্র:
১. কর কমিশনার রঞ্জিতের শতকোটি টাকার সম্পদ
– https://tinyurl.com/5y6w9kvv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য উপদেষ্টার কার্যক্রমে ক্ষুব্ধ জুলাই আন্দোলনের আহতরা, উপদেষ্টার গাড়ির পথরোধ
পরবর্তী নিবন্ধবিএনপি নেতাদের তদবিরে হত্যা মামলার আসামি আওয়ামী নেতাকে ছেড়ে দিলো পুলিশ