টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; গুলিবিদ্ধ ০১

0
27

নাটোরের বড়াইগ্রামে টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে রুবেল হোসেন নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়েছে।

আহত অবস্থায় উদ্ধার হওয়া রুবেলকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, এবারের টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ও জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হয়। বুধবার(১৩ নভেম্বর) বিতরণ কার্যক্রম নিয়ে রনির চাচা ইউপি সদস্য বেলাল হোসেনের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন খলিফার সমর্থক সামাদ মেম্বারের বিতর্ক হয়। এর একপর্যায় দেশীয় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে গোলাগুলি। এ সময় শাহিন গ্রুপের বিএনপি কর্মী রুবেল হোসেন হাতে গুলিবিদ্ধ হন।


তথ্যসূত্রঃ
১. টিসিবির কার্ড বিতরণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ১
– https://tinyurl.com/2s3m2xms

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলাভ জিহাদের ভুয়া অভিযোগ তুলে মুসলিম যুবককে হিন্দুত্ববাদীদের মারধর
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য উপদেষ্টার কার্যক্রমে ক্ষুব্ধ জুলাই আন্দোলনের আহতরা, উপদেষ্টার গাড়ির পথরোধ