বিএনপি নেতাদের তদবিরে হত্যা মামলার আসামি আওয়ামী নেতাকে ছেড়ে দিলো পুলিশ

0
42

মাদ্রাসাছাত্র আল আমিন হত্যা মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়াকে আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে জেলা ডিবি অফিসে প্রভাবশালী দুই বিএনপি নেতার তদবিরে ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আয়েশা আক্তার।

আটকের পরই ওসি’র মুঠোফোনে ফোন দিলেও সে রিসিভ করেনি। এখন সে (ওসি) বলছে, আমি অফিসে ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানতাম না। দারোগা ফারুক মুঠোফোনে বিষয়টি আমাকে জানিয়েছিল। আর দারোগা ফারুক উত্তেজিত হয়ে মুঠোফোনে বলে, সব মিথ্যা। এই ধরনের কোন ঘটনা ঘটেনি।

ডিবি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরাইলের মাদ্রাসা ছাত্র আল আমিন নিহতের ঘটনার মামলার এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অরুয়াইল ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবেদ আলীর ছেলে বাচ্চু মিয়া ২৯ নম্বর আসামি। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক থেকে বাচ্চু মিয়া, ৪৬ নম্বর আসামি ধামাউড়ার লাল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪০) ও ৪২ নম্বর আসামি বাদে অরুয়াইলের যুবলীগ নেতা কিরণ আলীর ছেলে ইব্রাহিম মিয়াকে (৫২) আটক করে ডিবি পুলিশ। ধস্তাধস্তির এক পর্যায়ে দুলাল ও ইব্রাহিমকে ছেড়ে বাচ্চুকে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যায় এস আই মো. উমর ফারুকের নেতৃত্বে কয়েকজন ডিবি সদস্য। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই ওসি’র কক্ষে প্রবেশ করে বিএনপি’র দুই প্রভাবশালী নেতা। তারা বাচ্চুকে ছাড়িয়ে আনতে তদবির শুরু করে।

রাত সাড়ে ৮টার দিকে বাচ্চুকে ছেড়ে দেয় ডিবি। হতাশ হন মামলার বাদী শফি আলী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে হেফাজতে ইসলাম আন্দোলন করছিল। ২৮ মার্চ দেশব্যাপী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তাওহিদি জনতার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছিল। ওই দিন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হরতাল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মামলার বাদীর ছেলে আল-আমীন। সেখানে এক নম্বর আসামির (মোকতাদির চৌধুরীর) নির্দেশে কয়েকজন আল–আমীনকে প্রথমে মারধর করে, পরে তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই সময় পুলিশ কোনো মামলা নেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর ছেলে আল-আমীন হত্যার বিচারের আশায় গত সোমবার সরাইল থানায় হত্যা মামলাটি করেন বাবা মো. শফি আলী।


তথ্যসূত্র:
১. আওয়ামী লীগ নেতা বাচ্চুকে আটকের পর ছেড়ে দিলো ডিবি

– https://tinyurl.com/5caexw5b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকর কমিশনার রঞ্জিতের শত কোটি টাকার সম্পদ
পরবর্তী নিবন্ধবশির-ফারুকীকে অপসারণসহ ৯ দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের