সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বর্বর হামলায় ২০ জন নিহত

0
69

সিরিয়ায় ১৪ নভেম্বর, বৃহস্পতিবার সন্ত্রাসী ইসরায়েলের জোড়া হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দামেস্কের অভিজাত মাজেহ এলাকা ও রাজধানীর উপকণ্ঠে কুদসায়া এলাকায় এ হামলা হয়। সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, দখলদার ইসরায়েল সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল দামেস্কের মাজেহ এলাকা ও দামেস্ক শহরের কাছাকাছি কুদসায়া এলাকায় অবস্থিত আবাসিক ভবন।

এই দুই হামলায় ২০ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া হতাহতের এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

এর আগে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, দামেস্কের অভিজাত মাজেহ এলাকায় বৃহস্পতিবার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানীর উপকণ্ঠে একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, মাজেহ ও কুদসায়ার দুটি আবাসিক ভবনে ‘ইসরায়েলি আগ্রাসনে’ অনির্দিষ্টসংখ্যক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া সরকারি বার্তা সংস্থা সানা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি সড়ক ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যাচ্ছে।

মাজেহ এলাকায় বিভিন্ন দূতাবাস, জাতিসংঘের অফিস ও নিরাপত্তা সদর দপ্তর অবস্থিত। এর আগেও এলাকাটি হামলার লক্ষ্যবস্তু হওয়ার পেছনে ইসরায়েলকে দোষারোপ করা হয়েছে। অন্যদিকে কুদসায়া দামেস্কের উপকণ্ঠে অবস্থিত। গত মাসে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মাজেহ এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দুজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কথা জানিয়েছিল।


তথ্যসূত্র:
1. 20 killed in Israeli air strikes on Syria
– https://tinyurl.com/2b63puxd
2. Monitor Says Militants Among 20 Killed in Israel Strikes on Syria
– https://tinyurl.com/bd5thuwm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাইডেনকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করলো মার্কিন সংস্থা
পরবর্তী নিবন্ধচিকিৎসার অভাবে ধুঁকছেন আন্দোলনে গুলিবিদ্ধ জানে আলম