উগ্ৰবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে সোচ্চার নেট দুনিয়া

0
146

সন্ত্রাস ও উগ্রতা সৃষ্টি করার অভিযোগে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ। বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।

এছাড়া ইসকনকে নিষিদ্ধের দাবিতে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সোচ্চার। তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান।

নেটিজেনরা ফেসবুকে লেখেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসকন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয়। আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না।

তারা আরও বলেন, উগ্রপন্থার বিস্তার ঘটিয়ে বাংলাদেশের জন্য ইসকন হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শাহ মো. সাজিব নামে একজন ফেসবুকে লিখেছেন, ইসকনকে এখনই নিষিদ্ধ না করতে পারলে ভবিষ্যতে মুসলমানদের হুমকি হয়ে দাঁড়াবে। এতে কোনো সন্দেহ নাই।

হৃদয় নামে একজন ফেসবুকে লিখেছেন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তারা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে। এছাড়া দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে তারা। ইসকন হঠাও বাংলাদেশ বাঁচাও।


তথ্যসূত্রঃ
১.উগ্রতা সৃষ্টিকারী ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নেটদুনিয়ায় ভাইরাল
-https://tinyurl.com/nbynr8tj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার অভাবে ধুঁকছেন আন্দোলনে গুলিবিদ্ধ জানে আলম
পরবর্তী নিবন্ধদোকানে সিগারেট না পেয়ে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, আহত ৬