লেবাননে আরও এক ইসরায়েলি সেনা অফিসার নিহত; আহত ২

0
56

লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এক সেনা অফিসার নিহত হয়েছে। এই ঘটনায় আরো দুই কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ১৪ নভেম্বর, বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় উত্তর ইসরায়েলে আরো দুই সেনা আহত হয়েছে। তাদেরকে হাইফার রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলের গণমাধ্যম বলছে, যখন দুই পক্ষ সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে সামনে এগুনোর চেষ্টা করছে তখন লেবানন সীমান্তে সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলও লেবানন এবং সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ১৪ নভেম্বর বৃহস্পতিবার লেফটেন্যান্ট ইভরি ডিক্সটেইন নামে ২১ বছর বয়সী সেনা অফিসার হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় নিহত হয়। ডিক্সটেইন গোলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার ছিল। এই প্লাটুনের সেনাদের নিয়ে দক্ষিণ লেবাননের একটি ভবনে আগ্রাসন চালাতে গেলে হিজবুল্লাহ যোদ্ধাদের গুলিতে ডিক্সটেইনের মৃত্যু হয়।


তথ্যসূত্র:
1. Israeli Officer Killed in South Lebanon Combat, IDF Announces
– https://tinyurl.com/3cthm9hu
2. US hands ceasefire proposal to Beirut as IDF officer killed in southern Lebanon
– https://tinyurl.com/595hufpa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের হত্যাকারী মালির জান্তাকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে তুরস্ক
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় ঝরল আরও ২৮ প্রাণ