সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় ঝরল আরও ২৮ প্রাণ

0
31

১৫ নভেম্বর, শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো তিনটি গনহত্যায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবু লক্ষ্য করে শুক্রবার ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে সাতজন বেসামরিক লোক নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

ওয়াফার সংবাদদাতা জানিয়েছেন, আল-মাওয়াসি এলাকার দক্ষিণে ওসমান বিন আফফান মসজিদের কাছে বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েলি গোলাবর্ষণে সাত বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের শহরের রেডক্রস ফিল্ড হাসপাতাল এবং নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় অবস্থিত বেইত লাহিয়ার পশ্চিম গোলচত্বর এলাকা লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে, পশ্চিম গাজা শহরের জেনারেল সিকিউরিটি মোড়ের কাছে ইসরায়েলের পৃথক হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।


তথ্যসূত্র:
1. Israel kills 28 more Gazans as death toll surpasses 43,700
– https://tinyurl.com/2h7w9bdp
2.Several civilians killed and injured in Israeli shelling of displaced persons’ tents in Gaza’s al-Mawasi area
– https://tinyurl.com/396bny2v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে আরও এক ইসরায়েলি সেনা অফিসার নিহত; আহত ২
পরবর্তী নিবন্ধলেবাননে বর্বর ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিকস নিহত