লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিকস নিহত

0
66

১৫ নভেম্বর, শুক্রবার লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

১৬ নভেম্বর, শনিবার এক এক্স বার্তায় ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস লেখেন, সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে—সবখানেই।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন। সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন।


তথ্যসূত্র:
1. LIVE: WHO chief slams Israel’s killing of 12 paramedics in Lebanon strike
– https://tinyurl.com/42ae9hvk
2. EU ‘strongly’ condemns killing of 12 paramedics in Israeli strike in Lebanon
– https://tinyurl.com/mrxcs6mr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় ঝরল আরও ২৮ প্রাণ
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ