সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

0
140

মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেসওয়েতে পরিবারের সদস্যসহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে ঢাকায় আনা হয়েছে।

রবিবার সকালে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে-পেছনে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।


তথ্যসূত্র:
১. সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ
– https://tinyurl.com/yart9683

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে বর্বর ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিকস নিহত
পরবর্তী নিবন্ধভারতে চলন্ত ট্রেনে নতুন বিবাহিত মুসলিম নারীকে শ্লীলতাহানি, দোষীদের পরিবর্তে স্বামীকে গ্রেফতার করল পুলিশ