পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

0
55

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিএনপিকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। রাজশাহী নেওয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়। জালাল উদ্দিন (৪০) নামে এক বিএনপি কর্মীর। হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে সে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে।

সেই সূত্র ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয়।


তথ্যসূত্র:
১. আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
– https://tinyurl.com/5fmpcjzr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারালেন আরও ৫১ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধবহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়ংকর হামলা, নিহত ৯৬