ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলকে জনশূন্য করতে এবং এখানকার বাসিন্দাদের বিতাড়িত করতে সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের রক্ষায় উত্তর গাজায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্বে ফিলিস্তিনি গোষ্ঠীগুলিও তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছেন।
সূত্রমতে, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর সবচাইতে বেশি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে জাবালিয়া ক্যাম্প এবং বেইত লাহিয়া। ফলে এই অঞ্চলে আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধাদের পাল্টা আক্রমণে জায়োনিস্ট বাহিনীরও অনেক সামরিক যান ধ্বংস এবং বহু সংখ্যক সৈন্য নিহত এবং আহত হচ্ছে।
গাজায় চলমান প্রতিরোধ যুদ্ধের ৪০৬ তম দিন পেরিয়ে যাওয়ার সাথে সাথে, গত ১৫ নভেম্বর আল-কাসসাম ব্রিগেড উত্তরাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু সফল অপারেশন পরিচালনার তথ্য নিশ্চিত করেছে। দলটির তথ্য অনুযায়ী, এদিন উত্তরাঞ্চলে আল-কাসসামের বীর মুজাহিদদের হামলায় সুনিশ্চিতভাবে জায়োনিস্ট বাহিনীর ৩টি মারকাভা ট্যাংক এবং ১টি D9 সামরিক বুলডোজার ধ্বংস হয়েছে। এছাড়াও আরও কয়েকটি সাঁজোয়া যান মুজাহিদদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলটিতে এদিন মুজাহিদদের পরিচালিত অভিযানে ১ অফিসার সহ ৪ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে। অভিযানগুলোতে সাঁজোয়া যানে থাকা আরও বেশ কিছু সৈন্য হাতাহত হলেও তাদের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান জানা যায় নি।
আল- কাসসামের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরাঞ্চলে মুজাহিদদের পরিচালিত সফল অভিযানগুলোর একটি চালানো হয়েছে নেটজারিম করিডোরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে। প্রথমে এলাকাটিতে জায়োনিস্ট বাহিনীকে রকেট দিয়ে লক্ষ্যবস্তু করেন মুজাহিদগণ। এরপর বেইত লাহিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের কাছে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা-৪ ট্যাঙ্ককে আল-ইয়াসিন ১০৫ রকেট দিয়ে লক্ষ্যবস্তু করেন মুজাহিদিনরা। এতে এই এলাকায় বেশ কিছু জায়োনিস্ট সৈন্য হতাহত হয়।
এমনিভাবে বেইত লাহিয়ার উত্তরে আব্বাস কিলানি মোড়ের কাছে স্নাইপার বন্দুক দিয়ে এক ইসরায়েলি সৈন্যকে গুলি করেন একজন স্নাইপার শুটার মুজাহিদ। এই হামলার কয়েক মিনিট পর আল-কাসসাম ঘোষণা করে যে, তারা একই এলাকায় অ্যাম্বুশ করে আরও ৩ জায়োনিস্ট ইসরায়েলি সৈন্যকে গুলি করে হত্যা করেছেন।
পরের মিনিটে দলটি নিশ্চিত করে যে, মুজাহিদগণ বেইত লাহিয়ার তেল এল-দাহাব জংশনের কাছে আরও একটি সফল অভিযান পরিচালনা করছেন। এই অভিযানে মুজাহিদিনরা ২টি আল-ইয়াসিন ১০৫ রকেট দ্বারা জায়োনিস্ট বাহিনীর ১টি মারকাভা-৪ ট্যাঙ্ক এবং ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের কাছে ১টি D9 সামরিক বুলডোজারকে সফলভাবে লক্ষ্যবস্তু বানিয়েছেন। এতে লক্ষ্যবস্তু যানগুলো ভিতরে থাকা জায়োনিস্ট সৈন্যদের জন্য জীবন্ত কবরে পরিণত হয়।
অন্যদিকে, জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে দেবাস স্ট্রিটে জায়োনিস্ট বাহিনীর আরও একটি মারকাভা-৪ ট্যাঙ্ককে বিস্ফোরক ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তু করেন মুজাহিদগণ। ফলশ্রুতিতে ভিতরে থাকা জায়োনিস্ট সৈন্যরা কাবাবে পরিণত হয়।