ভারতে দলিত ব্যক্তিকে নিজ বাড়িতে চেয়ারে বসতে বাধা ও হয়রানি করলো ব্রাহ্মণ

0
78

ভারতের মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলার একটি গ্রামে এক দলিত ব্যক্তি চেয়ারে বসার কারণে জাতিগত হয়রানির শিকার হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ঘটনাটি জনসম্মুখে আসে।

গত ১৬ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘ক্লারিওন ইন্ডিয়া ডট নেট’। প্রতিবেদনে বলা হয়, গত ১০ নভেম্বর আশোক সাকেত নামে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি সকালে তার বাড়ির সামনে একটি চেয়ারে বসা ছিলেন। এসময় একই গ্রামের ব্রাহ্মণ মায়াঙ্ক দ্বিবেদী তাকে জাতিগতভাবে অপমান করে এবং বলে, ‘তুই নিচু জাতের, আমাদের সামনে চেয়ারে বসার অধিকার তোর নেই।’ আশোক এর উত্তরে জানায়, ‘আমি আমার নিজের বাড়িতে বসে আছি, এতে কারো কোনো ক্ষতি হচ্ছে না।’ আশোকের এই শান্তিপূর্ণ প্রতিউত্তরে মায়াঙ্ক আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এবং সে আরও বেশি জাতিগত গালিগালাজ করতে থাকে।

পরবর্তীতে এ ঘটনায় আশোক থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তার বিষয়টি গুরুত্বসহকারে নেয়নি এবং পুলিশের সদস্যরাও তার সাথে জাতিগত ভাষা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে থানায় অভিযোগ করার পর আশোকের বাড়িতে হামলা চালানো হয়েছে। আশোক জানায়, কিছু লোক আমার বাড়ি ভাঙচুর করেছে, দরজা ভেঙে দিয়েছে এবং আমাকে হুমকি দিয়েছে, ‘তুমি পুলিশে অভিযোগ করেছ, পরিণতি ভোগ করতে প্রস্তুত হও।’ এই হামলায় আশোকের পরিবার চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।


তথ্যসূত্র:
1. ‘You are From a Low Caste, You Have no Right to Sit on a Chair:’ M-P Dalit Harassed
– https://tinyurl.com/4pp9fk45

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়ংকর হামলা, নিহত ৯৬
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক জঙ্গীদের নেতৃত্বে নতুন রাজনেতিক দলের আত্মপ্রকাশ