আফগানিস্তানে চীনা ব্যবসায়ীর ইসলাম গ্রহণ

1
367

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশে এক চীনা ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই চীনা ব্যবসায়ীর নাম ছিল ওয়াং ফিকি, তবে ইসলাম গ্রহণের পর তাকে ‘আবদুল্লাহ মুহাম্মদ’ নাম দেওয়া হয়েছে। আফগানদের ভালো আচরণ, নীতি-নৈতিকতা ও সহনশীলতায় প্রভাবিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন।

গত ১৭ নভেম্বর আফগান গণমাধ্যম হুরিয়াত ডট নেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এখন থেকে তিনি ইসলামের আলোকেই জীবন যাপন করতে চান। জানা যায়, বর্তমানে তিনি আফগানিস্তানে মুসলিমদের কল্যাণে দেশটির বলখ প্রদেশে কিছু শিল্প-কারখানা স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে অনেক বিদেশি ইসলাম গ্রহণ করেছেন। এবং আফগানিস্তানে বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ইসলাম গ্রহণের প্রক্রিয়া দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনার কয়েক দিন আগেও কন্দাহারে এক বিদেশি নাগরিক ইসলাম গ্রহণ করেছেন।


তথ্যসূত্র:
1. بلخ کې یو چینایي سوداګر مسلمان شو
– https://tinyurl.com/3s9p5euw

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক জঙ্গীদের নেতৃত্বে নতুন রাজনেতিক দলের আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধগুলিবিদ্ধ তকবিরের চিকিৎসা ভার বহনে সর্বস্বান্ত পরিবার; এখনো খোঁজ নেয়নি সরকার