একদিনেই গাজায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল

0
26

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে দখলদার বাহিনী হামলা চালায়নি। গাজার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, মসজিদ সবকিছুই যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

একদিনেই গাজায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ১৭ নভেম্বর, রবিবার অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

রবিবার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়াতে বোমা বর্ষণে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। ১৮ নভেম্বর, সোমবার সকালেও দক্ষিণ গাজায় নিরাপদ ঘোষিত স্থানে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ভারী বোমা বর্ষণ করা হয় আল-মাওয়াসি ক্যাম্পে, টার্গেট করা হয় শরণার্থীদের তাবুকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গভীর রাতে বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করছে। যাতে কেউ তাদের উদ্ধার করতে না পারে।

গাজায় বিগত এক বছর ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ৮৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের ৪০ শতাংশ, অর্থাৎ ১৭ হাজারের বেশি শিশু। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


তথ্যসূত্র:
1. Israel kills over 111 people across Gaza in 24hrs
– https://tinyurl.com/4fe5me9a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুষ্টিমেয় মুজাহিদদের অভিযানে অন্তত ২৮ জায়োনিস্ট সৈন্য হতাহত: ধ্বংস ৬টি সাঁজোয়া যান
পরবর্তী নিবন্ধজাবালিয়ায় দখলদার ইসরায়েলের ৩০ সেনা ও কর্মকর্তা নিহত