গাজায় বর্বর ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৪ হাজার ছুঁই ছুঁই

0
36

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৮ নভেম্বর, সোমবার ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫৮ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াফা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান গনহত্যায় কমপক্ষে আরও ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯২২ জনে পৌঁছেছে ।

এদিকে বেসরকারি মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (ফরাসি আদ্যক্ষরে এমএসএফ) আমান্দে বেজেরোল জানিয়েছেন, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। সংস্থাটির গাজা শহরে একটি ক্লিনিক রয়েছে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন।

গতকাল এক বিবৃতিতে আইআরসি বলেছে, ‘আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্যসংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা তিন গুণ হবে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে গাজাজুড়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে। অনাহার, অপুষ্টি ও রোগের কারণে সেখানে মৃত্যুহার দ্রুত বাড়ছে। পরিস্থিতি নাজুক। এই ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে দিন আছে, সপ্তাহ নয়।


তথ্যসূত্র:
1. Death toll across Gaza Strip surges to 43,922, over 103,898 injured
– https://tinyurl.com/274hvz5s
2.No let up in Gaza carnage, 76 killed over the weekend
– https://tinyurl.com/bdp6sw5d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাবালিয়ায় দখলদার ইসরায়েলের ৩০ সেনা ও কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধবেলুচিস্তানে প্রতিরোধ যোদ্ধাদের ১২ ঘন্টার তীব্র এক লড়াইয়ে ৩৫ ইরানি সেনা হতাহত