বেলুচিস্তানে প্রতিরোধ যোদ্ধাদের ১২ ঘন্টার তীব্র এক লড়াইয়ে ৩৫ ইরানি সেনা হতাহত

0
111

ইরান অধিকৃত বেলুচিস্তানের জালালাবাদে একটি বাড়ি ঘিরে সামরিক অপারেশন চালিয়েছে দেশটির বিপ্লবী গার্ডের (সামরিক বাহিনী) সদস্যরা। এসময় বাড়িতে থাকা সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আক্রমণে ইরানি বিপ্লবী গার্ডের অন্তত ৩৫ সদস্য হতাহত হয় এবং ২টি ড্রোন ভূপাতিত হয়।

সূত্রমতে, ইরানের বেলুচিস্তান প্রদেশের সারবাজ জেলার জালালাবাদ এলাকার একটি বাড়িতে গত ১৫ নভেম্বর ভোরে অভিযান চালায় দেশটির সামরিক বাহিনী। বাড়িটিতে সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জাইশুল আদলের ৮ সদস্যের একটি সেল অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

সামরিক বাহিনী বাড়িটি অবরোধ করে অভিযান চালানো শুরু করলে ভিতরে থাকা প্রতিরোধ যোদ্ধারাও পাল্টা আক্রমণ চালাতে শুরু করেন। এতে উভয় বাহিনীর মাঝে হাড্ডাহাড্ডি তীব্র লড়াই শুরু হয়, ফলে ভোর সাড়ে ৪টার দিকে শুরু হওয়া এই লড়াই টানা ১২ ঘন্টা ধরে চলতে থাকে। এসময় ইরানি সামরিক বাহিনী প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে স্থল অভিযানের পাশাপাশি আর্টিলারি এবং ড্রোন বিমানও ব্যবহার করে। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা বীরত্বের সাথে শত্রু বাহিনীর মোকাবেলা করতে থাকেন এবং ২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হন।

জাইশুল আদল এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এদিন জালালাবাদে মুজাহিদদের টানা ১২ ঘন্টার তীব্র পাল্টা আক্রমণে ইরানি বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ ৩ কর্মকর্তা সহ অন্তত ২১ সৈন্য নিহত এবং আরও ১৪ সৈন্য আহত হয়েছে। এসময় শত্রু বাহিনীর সাথে লড়াই করে ৩ জন মুজাহিদ বীরত্বপূর্ণ শাহাদত বরণ করেছেন। আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী এই মুজাহিদরা শহিদ হওয়ার আগ পর্যন্ত অন্য পাঁচজন মুজাহিদকে নিরাপদ পশ্চাদপসরণ করার পথ প্রশস্ত করে দিয়েছিলেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৪ হাজার ছুঁই ছুঁই
পরবর্তী নিবন্ধচলতি বছরে ৩৩ হাজার টনের অধিক পেঁয়াজ রপ্তানি করেছে আফগানিস্তানের কান্দাহার কৃষি বিভাগ