চলতি বছরে ৩৩ হাজার টনের অধিক পেঁয়াজ রপ্তানি করেছে আফগানিস্তানের কান্দাহার কৃষি বিভাগ

0
49

চলতি বছরে (হিজরি সৌরসাল ১৪০৩) আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। প্রদেশটির কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের দেয়া তথ্যানুযায়ী, এই বছরে ৩৩ হাজার ৫৯৯ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করেছে উক্ত কৃষি বিভাগ।

রপ্তানিকৃত পেঁয়াজের অধিকাংশ সংযুক্ত আরব আমিরাত, ভারত, কাতার ও পাকিস্তানে প্রেরণ করা হয়েছে। পক্ষান্তরে বিগত বছরে (হিজরি সৌরসাল ১৪০২) প্রদেশটি থেকে রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ৩৩ হাজার ১৪৯ মেট্রিক টন।

ফসল উৎপাদনে ক্রমবর্ধমান উন্নতির ফলস্বরূপ পেঁয়াজ রপ্তানি খাতে এই সাফল্য অর্জিত হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Over 33000 tons of onions exported from Kandahar this year so far
– https://tinyurl.com/mt76dcr9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তানে প্রতিরোধ যোদ্ধাদের ১২ ঘন্টার তীব্র এক লড়াইয়ে ৩৫ ইরানি সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমাদারীপুরে ওসির বাড়ির জন্য তিন কোটি টাকার কালভার্ট নির্মাণ