সোমালিয়ায় ইসলামি শরিয়াহ্ শাসিত অঞ্চলে শত্রু বাহিনীর জন্য গুপ্তচরবৃত্তিকালে দুই ব্যক্তিকে বন্দী করেছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। পরে ইসলামি শরিয়াহ্ আদালত উক্ত দুই ব্যক্তির উপর জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
সোমালিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে শরিয়াহ্ শাসন ফিরিয়ে এনেছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। আর মুজাহিদদের শরিয়াহ্ শাসিত এই অঞ্চলগুলো দখলের লক্ষ্যে সামান্য অর্থের বিনিময়ে পশ্চিমা ও তাদের মদদপুষ্ট মোগাদিশু সরকারের জন্য কাজ করছে কিছু ব্যক্তি। সম্প্রতি এমনই দুই গুপ্তচরকে মুজাহিদগণ বন্দী করতে সক্ষম হয়েছেন, যাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদের পর মুজাহিদিনরা শরিয়াহ্ আদালতে হস্তান্তর করেন।
অতঃপর সমস্ত স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গত ১৫ নভেম্বর শুক্রবার, অপরাধীদের উপর শরয়ী হদ কার্যকর কারার আদেশ জারি করেন ইসলামি আদালতের সম্মানিত বিচারকগণ।
এই রায়ের পর বিচারকদের উপস্থিতিতে শুক্রবার জুমার নামাজ শেষে, রাজধানী মোগাদিশুর জানালী জেলার বুসলে দাউদ নামক এলাকার একটি মাঠে তাদেরকে উপস্থিত করা হয়। আর এই মাঠেই জনসম্মুখে অপরাধীদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করেন মুজাহিদিনরা। অপরাধীরা হলো ২১ বছর বয়সী আব্দুল কাদের আলী ও ২০ বছর বয়সী মোহাম্মদ হাসান আলী।
আশ-শাবাব নিশ্চিত করেছে যে, উক্ত দুই অপরাধী শরিয়াহ শাসনের বিরুদ্ধে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর জন্য দীর্ঘদিন ধরে গুপ্তচরবৃত্তি করে আসছিল। এদের মধ্যে আব্দুল কাদির আলীকে শাবেলি অঞ্চলের মার্কা শহরে মোগাদিশু বাহিনীকে সাহায্য করার সময় মুজাহিদগণ বন্দী করতে সক্ষম হন। আর হাসান আলিকে মধ্য শাবেলির অ্যাডেন ইয়াবাল শহরে সরকারী সৈন্যদের সহায়তা করার সময় মুজাহিদগণ বন্দী করতে সক্ষম হন।