লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ-লেবাননে গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে ১,১৬০ জন ইসরায়েলি দখলদার সেনা হতাহত হয়েছে।
২০ নভেম্বর, বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ১১০ জন ইসরায়েলি সেনা নিহত এবং ১,০৫০ জন আহত হয়েছে।
একই সময়ে দখলদার বাহিনীর ৪৮টি মারকাভা ট্যাংক, ৯টি সামরিক বুলডোজার, ২টি হামার গাড়ি, ২টি সাঁজোয়া যান এবং ২টি সৈন্যবাহী যান ধ্বংস হয়েছে।
এছাড়াও ৬টি ‘হারমেস ৪৫০’ ড্রোন, ২টি ‘হারমেস ৯০০‘ ড্রোন এবং ১টি ‘কোয়াডকপ্টার’ গ্লাইডার ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে লেবাননে হামলায় এ পর্যন্ত অন্তত ৩,৫৪৪ জন লেবানিজ নিহত এবং ১৫,০৩৬ জন আহত হয়েছেন।
দক্ষিণ লেবানন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক জনগণ এই আগ্রাসনের প্রধান শিকার। যেখানে বসতবাড়ি, হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই সংঘাতের ফলে লেবাননের জনজীবন বিপর্যস্ত হয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং মানবিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে।
তথ্যসূত্র:
1. Over 1.1K Zionists killed, injured in S Lebanon clashes
– https://tinyurl.com/2f95djkc