উত্তর গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত

0
32

২০ নভেম্বর, বুধবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে গাজাজুড়ে চলা হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ২১ নভেম্বর, বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি দখলদার বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে এবং এই অঞ্চলের বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় দুটি গণহত্যা চালিয়ে ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে। আল জাজিরা আরবি আরো জানায়, ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলায় উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ায় ৬৬ জন নিহত এবং শেখ রাদওয়ান পাড়ায় ২২ জন নিহত হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। চলমান এই আগ্রাসনে আরও অন্তত এক লাখ ৪ হাজার ৯২ জন ব্যক্তিও আহত হয়েছেন।

বেইত লাহিয়ায় ইসরায়েলের হামলার নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া আল জাজিরা আরবিকে বলেছেন, উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরায়েলের হামলার পরে কয়েক ডজন লোকের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, অধিকাংশ মৃতদেহই নারী ও শিশুদের। কিন্তু ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচানোর কোনও উপায় নেই বলেও জানান তিনি। কারণ ইসরায়েলি বাহিনী উত্তর গাজা অবরোধ করে রেখেছে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের জরুরি কর্মীদের ওই এলাকায় কাজ করতে বাধা দিয়েছে।


তথ্যসূত্র:
1. 2 Israeli massacres kill 88 Palestinians in northern Gaza
– https://tinyurl.com/mpvudbyd
2.LIVE: Israel kills dozens in Gaza, Lebanon, Syria; US defends UNSC veto
– https://tinyurl.com/mrhpzm3b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদারীপুরে কলেজের মসজিদে মাইকে আজান দিতে উগ্রবাদী হিন্দুদের বাধা
পরবর্তী নিবন্ধসিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলের সন্ত্রাসী হামলা, নিহত ৩৬