আমেরিকার ভেটোয় আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

0
87

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দখলদারিত্ব ও অত্যাচার-নির্যাতনের ঘটনায় গত ৫২ বছরে অন্তত ৫৭ বার জাতিসংঘের নিন্দাপ্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এবারের সহিংসতার মধ্যেই মাত্র এক বছরের ব্যবধানে চারবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মত ইসরায়েল-বিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মার্কিন প্রশাসন।

দখলদার ইসরায়েলের প্রতি মার্কিনিদের এমন নগ্ন সমর্থন চলছে বহু বছর ধরেই। তাদের সহযোগিতাতেই নিরীহ ফিলিস্তিনিদের ওপর যুগের পর যুগ দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে হানাদাররা। জবাবে ফিলিস্তিনিরা কোনো প্রতিবাদ করতে গেলেই সেঁটে দেয়া হচ্ছে সন্ত্রাসীর তকমা। অথচ ইসরায়েলিরা গুলি করে পাখির মতো মানুষ হত্যা করলেও তাতে কোনো বিকার নেই ওয়াশিংটনের।

গাজায় ‘অবিলম্বে ও নিঃশর্তে’ ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এ প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যদেশ। অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল প্রস্তাবটিতে।

এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা চারটি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এক বছরের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া। একটি যুদ্ধবিরতি অনেক প্রাণ রক্ষা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা এক বছর আগেও সত্য ছিল, এখনো তা আরও বেশি সত্য। একটি যুদ্ধবিরতি সবকিছুর সুরাহা করতে পারবে না, কিন্তু যেকোনো সুরাহার ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ।’


তথ্যসূত্র:
1. US vetoes UN Security Council resolution on Gaza ceasefire
– https://tinyurl.com/58ycf39v
2.US vetoes Security Council’s Gaza ceasefire resolution
– https://tinyurl.com/52xaujfu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলের সন্ত্রাসী হামলা, নিহত ৩৬
পরবর্তী নিবন্ধসৌদিতে ফ্যাশন-শো’র অশ্লীল মঞ্চ, চলছে খোলামেলা নাচ-গান!