গাইবান্ধায় জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০

0
126

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের চারমাথা মোড় উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদের জামায়াতপন্থি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের দ্বন্দ্বের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, নানা অনিয়মের অভিযোগে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর সঙ্গে সদস্যদের দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ নভেম্বর) পরিষদের সদস্যরা চেয়ারম্যানের অপসারণ চেয়ে ইউএনও বরাবর অনাস্থা প্রস্তাব আনে।

বিষয়টি নিয়ে শুরু থেকেই বিএনপি নেতারা ইউপি সদস্যদের পক্ষ নিলে বুধবার বিকেলে উপজেলা পরিষদ এলাকায় জামায়াত নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যায় উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে চৌমাথা মোড়ে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।


তথ্যসূত্রঃ
১.গাইবান্ধায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০
– https://tinyurl.com/4txw2kpa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে ফ্যাশন-শো’র অশ্লীল মঞ্চ, চলছে খোলামেলা নাচ-গান!
পরবর্তী নিবন্ধবন্দুক সহ গ্রেফতার উপজেলা যুবদল আহ্বায়ক