প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় প্রায় ৩ বিলিয়ন আফগানি সাশ্রয় করল তালেবান সরকারের জাতীয় ক্রয় কমিশন

0
95

সম্প্রতি অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে ৩১৭টি প্রকল্প অনুমোদন করেছে তালেবান সরকারের জাতীয় ক্রয় কমিশন। প্রকল্পসমূহে বাজেট বরাদ্দ করা হয়েছে প্রায় ৮৫ বিলিয়ন আফগানি। এতে দক্ষ ও সাশ্রয়ী ক্রয় ব্যবস্থাপনার মাধ্যমে প্রায় ৩ বিলিয়ন আফগানি খরচ কমিয়েছে উক্ত কমিশন। ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী’র কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে তথ্যগুলো জানানো হয়।

দুর্নীতিগ্রস্ত প্রশাসন অপ্রয়োজনীয় খরচ সম্পৃক্ত করে প্রকল্প ব্যয় বাড়াতেই অধিক আগ্রহী থাকে। এভাবে তারা জাতীয় সম্পদ লুটপাট ও পাচারে অংশগ্রহণ করে। পক্ষান্তরে কাজের সুষ্ঠুমান বজায় রেখে প্রকল্প ব্যয় সাশ্রয়ের মাধ্যমে দৃষ্টান্ত রেখে চলেছে ইমারতে ইসলামিয়া সরকার।

বিভিন্ন খাতে মেরামত ও উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার। এই খাতসমূহের মধ্যে অন্যতম হল নগর অবকাঠামো, পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, পরিবহন, পানি ব্যবস্থাপনা, বিদ্যুৎ, কৃষি, টেলিযোগাযোগ, বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থাপনা, রেলপথ নির্মাণ ও পুনর্বাসন। অনুমোদিত প্রকল্পসমূহ উক্ত খাতসমূহের আলোকে গৃহীত হয়েছে। রাজধানী কাবুলসহ সারা দেশে এগুলো বাস্তবায়ন করবে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

প্রকল্পের নির্মাণ কাজে দেশীয় পণ্যের ব্যবহারকে প্রাধান্য দিয়ে যাচ্ছে তালেবান সরকার। এছাড়া কাজের স্বচ্ছতা ও দক্ষতা বজায় রাখতে জোর দেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পাদনের প্রতি গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গৃহীত প্রকল্পসমূহে হাজার হাজার নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এগুলো বাস্তবায়িত হলে তা জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখবে ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1. National Procurement Commission Saves 3 Billion AFN
– https://tinyurl.com/ksty92yn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসম্পূর্ণ ইদলিব বিজয়ের পর হামা সিটিতে প্রবেশ করলেন মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধচলতি বছরের ১ম ৬ মাসে ১.৩৮১ বিলিয়ন আফগানি রাজস্ব আয় করেছে আফগান নর্দার্ন কয়লা কোম্পানি