চলতি বছরের ১ম ৬ মাসে ১.৩৮১ বিলিয়ন আফগানি রাজস্ব আয় করেছে আফগান নর্দার্ন কয়লা কোম্পানি

0
90

তালেবান শাসনামলে আফগানিস্তানের কয়লা খনিগুলো ব্যাপক মাত্রায় সক্রিয় হয়েছে। এতে একদিকে কয়লা খনির সংখ্যা যেমন বেড়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে এই খাত সংশ্লিষ্ট রাজস্ব আয়।

চলতি বছরের (হিজরি সৌর সাল ১৪০৩) ১ম ৬ মাসে ১ হাজার ৩৮১ মিলিয়ন অর্থাৎ ১.৩৮১ বিলিয়ন আফগানি আয় করেছে নর্দার্ন কয়লা কোম্পানি। কোম্পানিটি বছরের ১ম ৩ মাসে ১ বিলিয়ন আফগানি ও পরবর্তী ৩ মাসে ৩৮১ মিলিয়ন আফগানি আয় করেছে। উপার্জিত আয় ইতোমধ্যে ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

উক্ত প্রতিষ্ঠানের প্রধান মৌলভী আব্দুল হামিদ হাফিযাহুল্লাহ জানান, তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পূর্বে আফগানিস্তানে সরকারি-বেসরকারি উভয় খাতে সর্বমোট কয়লা খনির সংখ্যা ছিল ১ হাজার ২৮টি। অপরদিকে বর্তমানে এই সংখ্যা ৫০০০ এরও অধিকে উন্নীত হয়েছে আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য যে, নর্দার্ন কয়লা কোম্পানি আফগানিস্তানের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। বাঘলান প্রদেশের পুলখুরমি জেলায় এর প্রধান কার্যালয় অবস্থিত।


তথ্যসূত্র:
1. Northern Coal Company Reports 381 Million AFN Revenue Increase in Second Quarter
– https://tinyurl.com/4hzfwtua

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় প্রায় ৩ বিলিয়ন আফগানি সাশ্রয় করল তালেবান সরকারের জাতীয় ক্রয় কমিশন
পরবর্তী নিবন্ধভিডিও || হিন্দুত্ববাদীদের চোখ ঐতিহাসিক সব স্থাপনায়; এবার নিশানায় আজমীর শরিফ