ইসরায়েলি বর্বর হামলায় আরও ১০০ ফিলিস্তিনির প্রাণ ঝরলো

0
69

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যদিয়ে শনিবার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। সবমিলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৪০০ জনে দাঁড়াল। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। খবর আল জাজিরার

১ ডিসেম্বর, রবিবার এই সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে। একক এই বিমান হামলাতেই কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে শনিবার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০০ জনে পৌঁছেছে।

এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অন্তত ১২ ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেন-এর চারজন কর্মী নিহত হন।

ফলে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৩৮২ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে আরও অন্তত এক লাখ ৫ হাজার ১৪২ জন ব্যক্তি আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১১ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।


তথ্যসূত্র:
1. LIVE: Israel kills 40 in Gaza’s Jabalia; Lebanese mourn Nasrallah
– https://tinyurl.com/4n5j9jyt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || হিন্দুত্ববাদীদের চোখ ঐতিহাসিক সব স্থাপনায়; এবার নিশানায় আজমীর শরিফ
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে দখলদার বাহিনীর হাতে শিশুসহ ১৫ নিরপরাধ ফিলিস্তিনি আটক