পশ্চিম তীরে দখলদার বাহিনীর হাতে শিশুসহ ১৫ নিরপরাধ ফিলিস্তিনি আটক

0
48

ইসরায়েলি দখলদার বাহিনী ৩০ নভেম্বর, শনিবার রাত থেকে ১ ডিসেম্বর, রবিবার সকাল পর্যন্ত পশ্চিম তীরের বিভিন্ন অংশ থেকে অন্তত ১৫ নিরপরাধ ফিলিস্তিনিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে শিশু এবং প্রাক্তন বন্দিও রয়েছেন৷

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটির মতে, আটক অভিযানগুলো নাবলুস, সালফিট, রামাল্লা, হেবরন, তুলকারম এবং জেনিনের গভর্নরেটে হয়েছিল। আটকদের মধ্যে বেশ কয়েকজন এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দী ছিল।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি আরও জানিয়েছে, গ্রেফতার অভিযানের মাধ্যমে ফিলিস্তিনিদের ব্যাপক হয়রানি করছে দখলদার বাহিনী।

শুধু তাই না, আটক ব্যক্তিদের মারধর এবং তাদের পরিবারের বিরুদ্ধে হুমকি দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া হত্যা করার জন্য সরাসরি গুলি চালানোসহ, ব্যাপক নাশকতা ও নাগরিকদের বাড়িঘর ধ্বংস করছে দখলদাররা।

গাজায় চলমান গণহত্যা শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে আল-কুদস সহ বিভিন্ন এলাকা হতে প্রায় ১১,৯০০ নিরপরাধ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।


তথ্যসূত্র:
1. 15 Palestinians detained by Israeli forces in West Bank, including children
– https://tinyurl.com/pap3wyrh
2.11,900+ Palestinians detained in West Bank since October 2023
– https://tinyurl.com/2sdamt9n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি বর্বর হামলায় আরও ১০০ ফিলিস্তিনির প্রাণ ঝরলো
পরবর্তী নিবন্ধউত্তর সিরিয়ায় মুজাহিদদের হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আসাদ প্রশাসন