পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল যুবদল নেতা

0
139

গাজীপুর সদর উপজেলায় যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। শনিবার (৩০ নভেম্বর) ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১ ডিসেম্বর) জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি জানিয়েছেন।

ওই যুবলীগ নেতার নাম রাজু আহমেদ। সে সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তাকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতার নাম মামুন শিকদার। সে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। এ ঘটনায় দল থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া, সরকারি কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

পুলিশ জানায়, কিছু ব্যক্তি পোশাক কারখানার শ্রমিকদের উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটে নিচ্ছিল। এ সংক্রান্ত একটি মামলা তদন্ত করতে গিয়ে যুবলীগ নেতা রাজুর সম্পৃক্ততা পায় পুলিশ। বিষয়টি আরও পরিষ্কার হওয়ার জন্য শনিবার বিকেলে জয়দেবপুর থানার এসআই বাহার আলমের নেতৃত্বে একদল পুলিশ তাকে বাড়ির পাশ থেকে আটক করে গাড়িতে তোলে। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আশপাশের শতাধিক নারী-পুরুষ এসে গাড়ি থামায়। এরই মধ্যে ঘটনাস্থলে হাজির হয় যুবদল নেতা মামুন। রাজুকে আটকের কারণ জানতে চেয়ে পুলিশকে শাসায় সে।

এস আই বাহার বলেন, ‘এক পর্যায়ে গাড়ি থেকে রাজুকে ছিনিয়ে নেন মামুন। তার অসৌজন্যমূলক আচরণের কাছে আমরা অসহায় হয়ে পড়ি।’


তথ্যসূত্র:
১. পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা
– https://tinyurl.com/bdt58zfr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর সিরিয়ায় মুজাহিদদের হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আসাদ প্রশাসন
পরবর্তী নিবন্ধবুরকিনায় মুজাহিদদের পৃথক অভিযানে ৬টি ঘাঁটি বিজয় সহ অন্তত ৮৫ সেনা নিহত