উত্তর গাজা অবরোধের পর অন্তত ৩৭০০ ফিলিস্তিনি নিখোঁজ : মিডিয়া অফিস

0
49

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, গত ৬০ দিন ধরে ইসরায়েল জল, স্থল ও আকাশ পথে উত্তর গাজার বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।

তারা আরো জানিয়েছে, অবরোধের পর থেকে অন্তত ৩৭০০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অন্তত ২৪০০ জন ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, ওই হামলার সময় ইসরায়েলি বাহিনী অন্তত ১৭৫০ জনকে তুলে নিয়ে গেছে।

এছাড়াও দখলদার বাহিনী উত্তর গাজার সিভিল ডিফেন্স ক্রুদের আক্রমনের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং তাদের কাজে বাধা দিয়েছে। তারা অঞ্চলটির গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষত চিকিৎসা প্রতিষ্ঠান এবং পানির লাইনগুলো ইচ্চছাকৃতভাবে ধ্বংস করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৪৬৬ জনে ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৫ হাজার ৩৫৮ জন।

তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

জাতিসংঘের মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।


তথ্যসূত্র:
1. 3,700 people killed or missing since Israel’s siege of northern Gaza: Media Office
– https://tinyurl.com/yc69fvue

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সাহায্যকারী সংস্থাগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করছে যুক্তরাষ্ট্রের ব্যাংকসমূহ
পরবর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলের তাণ্ডবে নিহত আরও ৩৭ ফিলিস্তিনি