সত্য তুলে ধরায় ভারতে মুসলিম ফ্যাক্ট-চেকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

0
64

ভারতে সঠিক তথ্য তুলে ধরায় শীর্ষস্থানীয় ফ্যাক্ট-চেকার এবং ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান অল্টনিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে উত্তর প্রদেশ পুলিশ! সম্প্রতি উত্তর প্রদেশ পুলিশ তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে।

উত্তর প্রদেশ পুলিশের দাবি, জুবায়ের ‘ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন’ করেছে। জামিনের অযোগ্য ধারার এই অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে।

জুবায়ের গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের দাসনা দেবী মন্দিরের পুরোহিত যতি নরসিংহনন্দের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ভিডিওতে নরসিংহনন্দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিল, যা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত হয়।

এই পোস্টের পর দাসনা মন্দিরের সামনে বিক্ষোভ হয় এবং পাথর ছোড়ার অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। ওই সময় মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে নরসিংহনন্দের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলে সে লোকচক্ষুর অন্তরালে চলে যায়। তবে পুলিশ তাকে গ্রেফতারের খবর অস্বীকার করে।

নরসিংহনন্দ এর আগেও ইসলামবিদ্বেষী বক্তব্যের জন্য সমালোচিত হয়েছিল। এর জন্য ২০২২ সালে জেলও খেটেছিলেন সে ।

জুবায়েরের আইনজীবীরা অন্তর্বর্তী জামিনের পাশাপাশি মামলাটি খারিজ করার আবেদন জানিয়েছেন।

জুবায়ের বলেছেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছে, তারা নিজেরাই ঘৃণামূলক বক্তব্য প্রচার করে, অথচ তারা মুক্ত। আমি ঘৃণামূলক অপরাধ রিপোর্ট করেছি বলে আমাকে নিশানা করা হচ্ছে।

অল্টনিউজের আরেক সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেছেন, এটি নির্লজ্জ প্রতিহিংসা মাত্র। আসল অপরাধীদের ছেড়ে দিয়ে যারা সত্য তুলে ধরে, তাদের দমন করা হচ্ছে।

ডিজিটাল মিডিয়া সংগঠন ডিজিপাব জুবায়েরের বিরুদ্ধে এই মামলাকে ‘প্রতিহিংসাপূর্ণ’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।


তথ্যসূত্র:
1. Top Indian fact-checker in court for post calling out hate speech
– https://tinyurl.com/mprdyutj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে মুজাহিদদের পৃথক অপারেশনে অন্তত ১৪ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধকাশ্মীরে ভারতীয় বাহিনীর ভুয়া এনকাউন্টারে যুবক খুন