আফগানিস্তানের পাকতিকা প্রদেশে প্রায় ৬০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়া সরকার। প্রদেশটির ৫টি জেলায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এতে বাজেট বরাদ্দ করা হয়েছে ৩৫ কোটি আফগানি। গৃহীত প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ ও পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ।
উদ্বোধনী অনুষ্ঠানে পাকতিকা প্রদেশের গভর্নর মোল্লা খালিক আবিদ হাফিযাহুল্লাহ বলেন, নাগরিকদের চাহিদার ভিত্তিতে দেশজুড়ে কার্যকরী প্রকল্প গ্রহণ করা হয়েছে, এতে ইমারতে ইসলামিয়ার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ঘটছে।
স্থানীয় প্রবীণ ও অন্যান্য বাসিন্দাগণ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এই সকল প্রকল্প ইমারতে ইসলামিয়া সরকারের নেতৃত্বে বাস্তবায়ন হতে চলেছে বলে তাঁরা মতামত ব্যক্ত করেছেন।
প্রদেশটির দু’টি জেলাতে ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন কাজ আরম্ভ হয়েছে। অবশিষ্ট তিনটি জেলাতে খুব শীঘ্রই কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া প্রকল্পের কাজে উক্ত অঞ্চলের অসংখ্য লোকের কর্মসংস্থান তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. 350 Million AFN Allocated for 60 Development Projects in Paktika
– https://tinyurl.com/4ta6smt5