গাজাজুড়ে ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩৬ ফিলিস্তিনি

0
38

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে ০৩ ডিসেম্বর, মঙ্গলবার আরও অন্তত ৩৬ জনকে হত্যা করেছে। এ হামলায় আহত হয়েছেন ১০০ জন।

ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন গাজার কামাল আদওয়ান হাসপাতালে বোমাবর্ষণ করেছে। সাম্প্রতিক সপ্তাহে চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলের সামরিক বাহিনীর পঞ্চম হামলা এটি।

যুদ্ধ-বিধ্বস্ত ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ০৩ ডিসেম্বর, মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৬ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্ক অনুসারে, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়দানকারী আবু হামিসা স্কুলে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলার পর ১৫টিরও বেশি তাঁবুতে আগুন লেগেছে।

সন্ত্রাসী ইসরায়েলি হামলায় জোরপূর্বক বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্রে হামলায় এখন পর্যন্ত শুধুমাত্র আহতের খবর পাওয়া গেছে। আশ্রয় কেন্দ্রটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা পরিচালিত।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত গণহত্যায় এ পর্যন্ত ৪৪ হাজার ৫০২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ পাঁচ হাজার ৪৫৪ জন।


তথ্যসূত্র:
1. Gaza death toll tops 44,500 after Israeli attacks kill 36 more Palestinians
– https://tinyurl.com/m7sfkpsk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ ঘোষণা করলো হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী