আলেপ্পোয় মুজাহিদদের কাছে ২০০ আসাদ সেনার আত্মসমর্পণ

0
555

দক্ষিণ-পূর্ব আলেপ্পোর একটি অবরুদ্ধ সামরিক এলাকা থেকে ২০০ এরও বেশি আসাদ সৈন্য মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে।

স্থানীয় সূত্রমতে, গত ১লা ডিসেম্বর দক্ষিণ-পূর্ব আলেপ্পোর সাফারি এলাকা বিজয় করেছিলেন মুজাহিদিনরা। তবে তখনও এলাকাটির একটি সামরিক এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখে আসাদ বাহিনীর কয়েক শতাধিক সৈন্য, যাদের সাথে গত কয়েকদিন ধরেই দফায় দফায় সংঘর্ষ হয় মুজাহিদদের। আর এসকল সংঘর্ষের সময় মুজাহিদদের হামলায় নিহত হয় অন্তত ১০০ এরও বেশি আসাদ সৈন্য।

অতঃপর গত কয়েকদিন সামরিক এলাকাটিতে অবরোধের পর, আজ ৪ ডিসেম্বর বুধবার ভোরে মুজাহিদদের কাছে আত্মসমর্পণের জন্য একটি অনুরোধ পত্র পাঠায় অবরুদ্ধ আসাদ সৈন্যরা। পরে মুজাহিদিনরা “রদ্দুল উদওয়ান” অপারেশন রুমের সামরিক নেতৃত্বের সাথে আলোচনার পর কিছু শর্তসাপেক্ষে অবরুদ্ধ আসাদ সৈন্যদের আত্মসমর্পণের অনুরোধ গ্রহণ করেন।

সবশেষে বুধবার বিকালে আসাদ সৈন্যরা সামরিক ভবনগুলো থেকে নেমে এসে মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করে। এসময় শর্ত অনুযায়ী আসাদ সৈন্যরা তাদের সমস্ত সামরিক যান, ভবন, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জামগুলো কোনোরূপ ক্ষতি করা ছাড়াই মুজাহিদদের কাছে হস্তান্তর করে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আওয়ামী দুঃশাসনের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআগ্রাসন বিরোধী গণবিক্ষোভে ভারতের নতি স্বীকারের লক্ষণ