ভারতের আসাম রাজ্যে গরুর মাংস খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। হোটেল, রেস্তোরাঁ, অনুষ্ঠান বা জনসম্মুখে কোথাও গরুর মাংস পরিবেশন করা বা খাওয়া যাবে না।
গত ৪ ডিসেম্বর আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানায়, গরুর মাংস নিয়ে আসামে আগের আইনটি কিছুটা বদল করা হচ্ছে। নতুন আইনে বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তার ফলে হোটেল-রেস্তরাঁসহ একাধিক জায়গায় গরুর মাংস খাওয়া একেবারে বন্ধ হবে।
সে আরও জানায়, গরুর মাংস খাওয়া নিয়ে বৈঠকে বসেছিল রাজ্যের ক্যাবিনেট। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়েছে, গরুর মাংস খাওয়া নিয়ে এখন যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। আসামে এতদিন পর্যন্ত নিয়ম ছিল, রাজ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না। তাছাড়া মন্দির-সংলগ্ন পাঁচ কিলোমিটার এলাকাতে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। এবার সেই আইনেই আরো কড়াকড়ি আনতে চাচ্ছে আসামের বিজেপি সরকার।
জানা গিয়েছে, নতুন আইনে হোটেল এবং রেস্তোরাঁতে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হবে। এছাড়াও প্রকাশ্যে বা কোনো অনুষ্ঠানে গরুর মাংস খাওয়া যাবে না। কেবল মন্দির-সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্যজুড়েই এই নতুন আইন কার্যকর হবে বলে জানায় উগ্র হিন্দুত্ববাদী এ নেতা। সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী বলেছে, তিন বছর আগে আসামে গোহত্যা বন্ধ করতে আইন প্রণয়ন করা হয়েছিল। সেখানে সাফল্য মিলেছে। তার পরেই আইনে আরো কড়াকড়ি আনার কথা ভাবছে তার প্রশাসন।
তথ্যসূত্র:
1. Assam Imposes Complete Ban on Beef Consumption at All Hotels, Public Places
– https://tinyurl.com/3btnxn4u